একবিন্দু ছাড় দিতে রাজি নই : চঞ্চল
প্রকাশিত : ১০:৩৯, ১৬ জুলাই ২০১৮
অভিনেতা ও মডেল চঞ্চল চৌধুরী। চলচ্চিত্র এবং নাটকে সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। দুই মাধ্যমে সমান জনপ্রিয় তিনি। সম্প্রতি আয়নাবজি সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে বেশ কিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে চঞ্চল অভিনিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’ সিনেমাটি। নতুন এ চলচ্চিত্র নিয়ে দারুণ আশাবাদী চঞ্চল।
‘দেবী’ নিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘উপন্যাসটির সঙ্গে পাঠকদের আগে থেকেই জানাশোনা আছে। মিসির আলী চরিত্রটিও সবার কাছে বেশ জনপ্রিয়। মোটামুটি সিনেমার গল্প সম্পর্কে সবারই পূর্ব ধারণা থাকবে। তবে শিল্প মানেই প্রতিনিয়ত নতুনভাবে আবিস্কার করা। তাই সিনেমার গল্পে দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। সিনেমার নির্মাতা অনম বিশ্বাস খুবই ভালো কাজ করেছেন। চিত্রগ্রাহক খসরু গতানুগতিকের বাইরে গিয়ে সিনেমাটিতে অপূর্ব দৃশ্যায়ন করেছেন। জয়া আহসানও পরীক্ষিত অভিনেত্রী। আর আমি যে কোনো চরিত্র করার সময় একবিন্দু ছাড় দিতে রাজি নই। মিসির আলী চরিত্রটিতে আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘দেবী’ অনুদানের সিনেমা হলেও আমার দৃঢ় বিশ্বাস, এমন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র সত্যিই আমাদের দেশে খুব একটা দেখতে পাই না। সবকিছু মিলিয়ে ‘দেবী’তে অবশ্যই নতুন কিছু রয়েছে, যা দর্শকদের ভালো লাগবে। তবে উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করতে গেলে শতভাগ মেলানো কষ্টসাধ্য। মূল গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন আইডিয়ার সন্নিবেশনে ভালো কিছু সবাই দেখতে পাবেন বলেই বিশ্বাস। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।’
আরটিভিতে আজ প্রচারিত হবে তার অভিনীত নাটক ‘মজনু একজন পাগল নহে’। নাটকটি নিয়ে তিনি বলেন, নাটকটি প্রচারের পর থেকে অসংখ্য দর্শকের সাড়া পেয়েছি। এতে বোঝা যায়, নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করেছে। যখন নাটকের কাজ শুরু করেছিলাম, তখনও মনে হয়েছিল, নাটকটি দর্শকের ভালো লাগবে। বৃন্দাবন দাসের ভিন্নধর্মী কাহিনীর জন্যই এমন ধারণা হয়েছিল। তিনি নাটকে হাস্যরসের মাধ্যমে মানুষের গহিনে লুকিয়ে থাকা চেহারা তুলে ধরার চেষ্টা করেছেন। এ বিষয়টি অনেকের মনে দাগ কেটেছে।
এসএ/