ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একসঙ্গে তিন মেয়ের সঙ্গে প্রেম করতাম : সঞ্জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তিনি যেন সব সময়ই বলিউডের ‘ব্যাড বয়’দের দলে! কখনও ড্রাগ কাণ্ডে জেলে গিয়েছেন, কখনও নাম জড়িয়েছে বলিউড নায়িকাদের সঙ্গে। সঞ্জয় দত্তের কথাই বলছি। এবার নিজেই মুখ খুললেন তাঁর এক সময়ের ফ্ল্যামবয়েন্ট ইমেজ নিয়ে। শেয়ার করলেন বিভিন্ন রিলেশনশিপের কথাও।


সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি ইভেন্টে সঞ্জয় উপস্থিত ছিলেন। তাঁর কাছে প্রেম নিয়ে জানতে চাওয়া হয়। বলা হয়, একসঙ্গে দুই মেয়ের সঙ্গে প্রেম করা প্রসঙ্গে। জবাবে খুব শান্ত ভাবে সঞ্জয় বলেন, না। বিষয়টা ঠিক নয়। দু’জন নয়, একই সঙ্গে তিন জনের সঙ্গে সম্পর্ক ছিল আমার।


সঞ্জয়ের এই সৎ স্বীকারোক্তিতে চমকে যান উপস্থিত সবাই। সে মুহূর্তে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিন জনকে কী ভাবে এক সঙ্গে সামলাতেন তিনি? মুচকি হেসে সঞ্জয় বলেন, একটু চালাক তো হতেই হবে। এক জনের সঙ্গে কী হচ্ছে সেটা অন্য জন জানলে হবে না।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি