ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

একসাথে কাজ করবে এটুআই, জয়তুন বিজনেস ও ই-ফার্মারস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১০ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:৫০, ১০ আগস্ট ২০২৩

সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় একসাথে কাজ করছে এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনস, এবারে সাথে যুক্ত হলো ই-ফার্মারস বাংলাদেশ। 

বুধবার রাজধানীর জয়তুন বিজনেস সলুশনস এর কার্যালয়ে এই কার্যক্রমের অংশ হিসেবে  জয়তুন বিজনেস সলিউশন;এটুআই ও ই-ফার্মারস বাংলাদেশ লি:- এর মধ্যে এক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

জয়তুন বিজনেস সলিউশন এর ব্যাবস্থাপনা পরিচালক আকবর হোসেন ম্যানেজিং ডিরেক্টর এবং ই- ফার্মারস বাংলাদেশ এর ব্যাবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই উদ্যোগের উদ্দেশ্য প্রান্তিক এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা প্রদান করা এবং বাংলাদেশের গ্রামীণ চেহারা বদলে দেওয়া।

এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এই কার্যক্রমে কারিগরি এবং সার্বিক সহযোগিতা প্রদান করবেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরো দ্রুত এবং প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রতিটি গ্রামে একটি ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠা করা হবে।

এসবি/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি