ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

একাত্তরে স্বজন হারানোদের ব্যাথা মনে রেখেইে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে

প্রকাশিত : ১৯:০৬, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০৬, ৩১ আগস্ট ২০১৬

একাত্তরে স্বজন হারানোদের ব্যাথা মনে রেখেইে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সস্টিটিউশনে ছাত্রলীগ আয়োজিত শোকদিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। যেকোন মূল্যে বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে বলেও প্রত্যয় ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ইতিহাস বিকৃতির শিকার হওয়া প্রজন্মই বিকৃতি মানসিকতা থেকে বিকৃত সমাজ তৈরি করেছে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত থাকার বিষয়টিতে কোনো সন্দেহ নেই বলেও জানান শেখ হাসিনা। এসময় তিনি ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে চলার দিকনির্দেশনা দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি