একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে শিক্ষার্থীরা
প্রকাশিত : ০৮:১৭, ২১ জুন ২০১৬ | আপডেট: ০৮:১৭, ২১ জুন ২০১৬
ভাল ফল করেও একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় ভুগছে শিক্ষার্থীরা। আবেদন করা ১০টি কলেজের কোনোটিতেই মেধা তালিকায় না আসায় সন্তানদের আদৌ ভর্তি করাতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। তবে, আবেদন করা কলেজগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বলে আশাবাদী শিক্ষাবোর্ড কর্মকর্তারা।
নগরীর একটি নামকরা স্কুল থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এস এস সি তে গোল্ডেন জিপিএ পেয়েছে ইশরাত সাদিয়া। নিয়ম অনুযায়ী ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করলেও কোনো কলেজে মেধা তালিকায় তার নাম আসেনি। ফলে হতাশায় কান্নায় ভেঙে পড়ে সে। শুধু সাদিয়াই নয়, এরকম হাজারো শিক্ষার্থীও তাদের অভিভাকরা এখন নগরীর বিভিন্ন কলেজে অপেক্ষমান তালিকা খুঁজে ফিরছে।
তবে শিক্ষার্থীদেরহতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিলেন এ শিক্ষাবিদ।
অপেক্ষমান তালিকা প্রকাশের পর ক্রমান্বয়ে আবেদন করা কলেজেই ভর্তির সুযোগ মিলবে বলে মনে করছেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তি হতে না পারলে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানিয়েছেন শিক্ষা বোর্ড ।
আরও পড়ুন