ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

একাদশ শ্রেনীতে ভর্তির কার্যক্রম শুরু হবে ৯ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ৭ মে ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ৯ মে থেকে দেশের সব সরকারী-বেসরকারী কলেজে  একাদশ শ্রেনীতে ভর্তির কার্যক্রম শুরু হবে। ক্লাস শুরু হবে ১ লা জুলাই। এবারও মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেনীতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে রোববাার নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন শিক্ষার্থী পাস করেছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামুলক অনলাইনে শিক্ষার্থী ভর্তির পাশপাশি টেলিটক মোবাইল থেকে এসএমের মাধ্যমে ভর্তির বিধান রেখে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়। সেখানে উল্লেখ আছে -
অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিন্ম ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে।
টেলিটকে এসএমএসের মাধ্যমে প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি জমা দিয়ে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবে।
শিক্ষার্থীর মেধা আর পছন্দক্রমে একটি মাত্র কলেজে ভর্তি হতে পারবে।
 ভর্তির নীতি মালায় রয়েছে-
৯ থেকে ২৬ মে অনলাইনে এবং টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে।
যারা ফলাফল পূন নিরীক্ষনের জন্য আবেদন করেছে তাদেরও ওই সময়ের মধ্যে আবেদন করতে হবে।
৫ জুন প্রথম পর্যায়ে, ১৩ জুন দ্বিতীয় পর্যায়ে এবং ১৮ জুন তৃতীয় দফায় ভর্তির ফলাফল প্রকাশ করা হবে।
২০১৫ ও ২০১৬ সালে মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাও এবারের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
বিভাগীয় সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৮৯ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ২ শতাংশ শিক্ষা মন্ত্রনালয়।
এছাড়া প্রবাসী ও বিকেএসপির জন্য শূন্য দশমিক ৫ শতাংশ কোটা বরাদ্দ থাকবে।
এদিকে সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রকল্পের আওতায় বিনা মুল্যে টেলিটক সিম দেয়া হবে ।













 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি