ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

একাধিক পদে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০১৮

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রাকাশ করেছে। প্রতিষ্ঠানটি Skill For Employment Investment Program (SEIP) এর আওতায় এবং অর্থায়নে সম্পূর্ণ অস্থায়ী ও দৈনিক ভাতার ভিত্তিতে প্রশিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

ক) প্রশিক্ষক হিসেবে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মেশোনারী ওয়ার্কস, প্লাম্বিং, আইটি সাপোর্ট সার্ভিস এবং সুইং মেশিন অপারেশন বিভাগ সমূহে একজন করে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের দৈনিক ১০০০(এক হাজার) টাকা করে দেওয়া হবে।

 

খ) জব প্লেসমেন্ট অফিসার হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

স্নাতক বা সমমানের পাশ ও ৩ বছরের মার্কেটিং রিপ্রেজেনটিটিভ হিসেবে কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন

নিয়োগপ্রাপ্তদের দৈনিক ১৫০০(পনেরশ) টাকা করে দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপিসহ অধ্যক্ষ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মাতাসাগর, শেখপুর, দিনাজপুর বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পত্রে মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠানের অনূকুলে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে ৩০০ (তিন শত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরত যোগ্য) দাখিল করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মোবাইল এস এম এস বা ই-মেইল বা মোবাইল ফোন এর মাধ্যমে জানানো হবে।

বয়সসীমা

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে প্রার্থীরা বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি