ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

একুশের জন্মদিনে সম্প্রীতি বাংলাদেশ’র শুভেচ্ছা

প্রকাশিত : ১০:১৪, ১৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:১৩, ১৩ এপ্রিল ২০২০

বেসরকারি খাতে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের বিশ বছরে পদার্পণ করেছে।

প্রতিষ্ঠানটির জন্মদিনে গত রোববার সকালে সম্প্রীতি বাংলাদেশ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে আসেন সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সেক্রেটারি প্রফেসর ডাক্তার মামুন আল মাহাতাব (স্বপ্নিল)।

প্রতিষ্ঠানটির জন্মদিন উপলক্ষে ১২টা এক মিনিটে একুশে টেলিভিশনের কার্যালয়ে কেক কাটা হয়। প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। এসময় একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল একেএম মোহাম্মাদ আলী শিকদার (অব.)  পরিচালক কে এম শহিদুল্লাহ, পরিচালক সাকিব আজিজ চৌধুরীসহ একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি