একুশের রজতজয়ন্তীতে নিউজ পড়লো ক্ষুদে শিক্ষার্থীরা
প্রকাশিত : ২০:১৭, ২২ এপ্রিল ২০২৫

একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী একুশের রজতজয়ন্তী উৎসবের ৯ম দিনে অনুষ্ঠিত হয়েছে সংবাদ উপস্থাপন প্রতিযোগীতা।
এ প্রতিযোগীতায় ১৫ জন কিশোর কিশোরী ও ১০ জন অভিভাবক অংশ নেন।
ছালামুন নাহার সামিরা, পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। মা-বাবার সাথে প্রায়ই খবর দেখতো সে। কিন্তু কখনও নিউজ পড়া হয়নি তার। একুশের জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ উপস্থাপন প্রতিযোগীতায় প্রথমবারের মতো সে উপস্থিত দর্শকদের খবর পড়ে শোনালো।
এরপর একে একে খবর পড়লো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জ্ঞানাংক বনিক, ৬ষ্ঠ শ্রেণীর তাহমিদ মজুমদার তাসিন ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী আমিনুল ইসলাম জিসানসহ ১৫জন শিক্ষার্থী।
এ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের সাথে অংশ নেন অভিভাকগণও। প্রথমবারের মতো সংবাদ পাঠ করে তারাও খুশি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পল হ্যারিস রোটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম।
একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন, রুপালী ব্যাংক ম্যানেজার গোপাল কৃষ্ণ বনিক, সাংবাদিক রাসেল আহমদ ও নজরুল ইসলাম।
পরে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এএইচ
আরও পড়ুন