ঢাকা, মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টিভি-বাইফা অ্যাওয়ার্ডের ৪র্থ আসর ১৬ মে

বাইফা’র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনোভা মাহবুব সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ১৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৯:২৫, ১৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড। এবার এই আয়োজনে যুক্ত হয়েছে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। এতে ২০২৫ সালের চতুর্থ আসর পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠান হচ্ছে ‘একুশে টিভি- বাইফা অ্যাওয়ার্ড ২০২৫’ নামে। সহযোগীতায় থাকছে রিয়েল স্টেট কোম্পানি ‘নতুন ধরা’। 

জানা গেছে, আগামী ১৬ মে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আসছে ১৬ মে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন। একুশে টেলিভিশন যুক্ত হওয়ায় এবারের বাইফা অ্যাওয়ার্ড আরও বেশি চমকপ্রদ, আকর্ষনীয়, সমৃদ্ধ ও মানসম্মত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 



বাইফা’র উপদেষ্টা তাসনোভা মাহবুব সালাম
 

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস-বাইফা’র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনোভা মাহবুব সালাম। তাকে এমন দায়িত্বে পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত বাইফা পরিবার।

গণমাধ্যমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪ ও বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননায় ভূষিত হন তাসনোভা মাহবুব সালাম। একুশে টিভির পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কারও পান তাসনোভা মাহবুব সালাম। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কাছ থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ গ্রহণ করেন তিনি। 

ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত আছেন তাসনোভা মাহবুব সালাম। দ্যা ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি ও মেরিটাইম ল’র উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাস করেন গুণি এই নারী। 

 

 


বাইফা’র প্রেস কনফারেন্স ১১ এপ্রিল
 

একুশে টিভি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা)র ৪র্থ আসরের অ্যাওয়ার্ড ইনোগ্রেশন ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলের সুরমা হলে এই সংবাদ সম্মেলন করা হবে।

সংবাদ সম্মেলনে বাইফার চেয়ারম্যান মেরিনা আকতার, উপদেষ্টা তাসনোভা মাহবুব সালাম, ফাউন্ডার ও সিইও শাহরিয়ার স্বপনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও মনোনীতিদের তালিকা নিয়ে বিস্তারিত জানানো হবে। 

 

৪র্থ আসরে যেসব ক্যাটাগরিতে থাকছে পুরস্কার

 

জানা গেছে, একুশে টিভি- বাইফা’র ৪র্থ আসরে ২০২৪-এর ঈদুল ফিতর থেকে শুরু করে ২০২৫-এর ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা, নাটক, ওটিটি কনটেন্ট, গান ও নাচের সেরা শিল্পী-নির্মাতাদের দর্শক ভোটে ও জুরি বোর্ডের রায়ে পুরস্কৃত করা হবে। আজীবন সম্মাননা পাবেন দেশের একজন কিংবদন্তী শিল্পী।

সিনেমা: বেস্ট ফিল্ম (পপুলার), বেস্ট অ্যাক্টর (পপুলার), বেস্ট অ্যাক্ট্রেস (পপুলার), বেস্ট ডিরেক্টর (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স পুরুষ (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স নারী (পপুলার), বেস্ট রাজিং স্টার (পপুলার)

নাটক: বেস্ট অ্যাক্টর (পপুলার), বেস্ট অ্যাক্ট্রেস (পপুলার), বেস্ট ডিরেক্টর ও স্ক্রিপ্ট রাইটার (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স মেল (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স ফিমেল (পপুলার), বেস্ট রাজিং স্টার (পপুলার)

ওটিটি: বেস্ট অ্যাক্টর (পপুলার), বেস্ট অ্যাক্ট্রেস (পপুলার), বেস্ট ডিরেক্টর (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স পুরুষ (পপুলার), ব্রেকথ্রু পারফরম্যান্স নারী (পপুলার), বেস্ট রাজিং স্টার (পপুলার)

মিউজিক: বেস্ট প্লেব্যাক সিঙ্গার (পুরুষ), বেস্ট প্লেব্যাক সিঙ্গার (নারী), বেস্ট অডিও সিঙ্গার (পুরুষ), বেস্ট অডিও সিঙ্গার (নারী), বেস্ট মিউজিক ভিডিও, বেস্ট লিরিসিস্ট ও মিউজিক ডিরেক্টর (পপুলার)

আয়োজক প্রতিষ্ঠান বলছে, অতি অল্প সময়েই ‘নতুন ধরা প্রেজেন্টস বাইফা’ সর্বমহলের আস্থা অর্জন করেছে। তারকা উপস্থাপক, জনপ্রিয় তারকাদের নাচ-গানের পরিবেশনা, হাস্যরসাত্মক পরিবেশনা, অত্যাধুনিক আইডিয়াসমৃদ্ধ রেড কার্পেট- সব মিলিয়ে এবারের ‘একুশে টিভি-বাইফা’ হবে জমজমাট।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি