এক আপেলের ওজন দুই কেজি!
প্রকাশিত : ১৫:৫৯, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১৯:০৯, ২৭ আগস্ট ২০১৭
আপেল খেতে পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে কমই পাওয়া যায়। তাই বিশ্বব্যাপী রয়েছে আপেলের জনপ্রিয়তা। সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া বিশালাকার একটি আপেলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হৈচৈ সৃষ্টি হয়েছে।
এর ফলে নতুন করে আবার আলোচনায় উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বড় আপেলটির নাম। বিশাল আকারের ওই আপেলটি জন্মায় জাপানের হিরোসাকি সিটিতে। এটির ওজন এক কেজি সাড়ে ৮০০ গ্রাম। ২০০৫ সালে জাপানি কৃষক চিসাতো লাওয়াসাকির বাগানে এ আপেলটি জন্মায়।
এরই মধ্যে লাওয়াসাকির উৎপাদিত এ আপেলটি বিশ্বের সবচেয়ে বড় আপেল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে। তিনি জানান, বিশ্বে সবচেয়ে বেশি চাষ হয় জেনাস ম্যলুস জাতের আপেল। তবে এটি জাপানে উৎপাদিত হোকুতো জাতের আপেল যা ফিজি ও মাতসু আপেলের একটি সংকর জাত। মূলত স্বাদ ও বিশালাকারের জন্য হোকুতো আপেল বিশ্ব বিখ্যাত।
আর/ড্ব্লিউএন