ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক কেজি চায়ের দাম ২৪ হাজার টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চায়ের জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বে। জানা যায়, বিশ্বে ১ হাজার ৫০০ রকমের চা রয়েছে। আর অতি জনপ্রিয় এ পানীয় বিভিন্ন দেশে নানা রঙে শোভিত হচ্ছে পেয়ালায়। তবে দুধ চা আর লাল চায়ের পর সবুজ চা নাগরিক সমাজে আলোচিত। এছাড়াও বাংলাদেশে এক কাপেই সাত রঙের চা অনেক জনপ্রিয়। দেখলে মনে হয় যেন রংধনুকে চায়ের কাপে সাজিয়ে দেওয়া হয়েছে। তবে এবার সব কিছুকে ছাপিয়ে আলোচনায় বেগুনি চা।

এই বেগুনি চায়ের ১ কেজি তৈরি হয় ১ হাজার চা পাতা দিয়ে। বাজারে এই চায়ের মূল্য রাখা হয় ২৪ হাজার টাকা।

কৌতূহলী হলে একবার অন্তত টেস্ট করে দেখা যেতে পারে এই চা। তবে চা প্রেমীদের জন্য সুখবর হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতের আসামে এই চা উৎপন্ন হচ্ছে। এছাড়া অরুণাচল প্রদেশের সিয়াং জেলাতেও পাওয়া যায় এই চা। অনলাইনেও কিনতে পারবেন যে কেউ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি