এক ক্লিকেই উন্নয়নের সার্বিক চিত্র (ভিডিও)
প্রকাশিত : ১২:১৩, ৫ মার্চ ২০২২ | আপডেট: ১২:৫৪, ৫ মার্চ ২০২২
বার্ষিক উন্নয়ন কর্মসূচির কাজে গতি আনতে এবার শুরু হলো নির্দিষ্ট ডাটাবেইজ। যাতে থাকবে বার্ষিক পরিকল্পনার সব তথ্য। এক ক্লিকেই চোখের সামনে ভেসে উঠেবে শহর থেকে তৃণমূল পর্যন্ত উন্নয়ন বরাদ্দ ও বাস্তবায়নের সার্বিক চিত্র।
উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি হয়, হ্রাস পায় দারিদ্র্য। জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যেই সরকার নেয় বহুমাত্রিক পরিকল্পনা। যার প্রভাব পড়ে জাতীয় বাজেটে। উন্নয়ন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি।
৫৪টি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশের ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৩ উপজেলা, ৪৫৬২ ইউনিয়ন এবং ৮৭ হাজার ১৯১ গ্রামে পৌঁছে দেয়া হয় এই উন্নয়ন কর্মসূচির সুফল। এতোদিন সনাতনী পদ্ধতিতে পরিচালনা হয়েছে এডিপি কার্যক্রম।
সম্প্রতি জনগণের সেবা সহজ করতে পরিকল্পনা কমিশন উদ্যোগ নিয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে এক প্লাটফর্মে আনার। এ লক্ষ্যে এএমএস বা এডিপি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে মন্ত্রণালয়। আর এটির শুরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।
তথ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এআর আজিমুল হকের নেতৃত্বে পরিকল্পনা কমিশনের এই কাজ বাস্তবায়ন করতে তৎপর একদল তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান বলেন, “আমরা যেটা ম্যানুয়ালি করতাম সেখানে শুধু নাম আসতো এবং প্রজেক্টের কস্ট আসতো। এখন ডিজিটালী তথ্য সংগ্রহ করছি। ইন্টার ফেইসের মাধ্যমে সমস্ত ডাটা সরবরাহ করতে পারবো।”
খাত অনুযায়ি বাজেট বরাদ্দ ও বাস্তবায়নের গোটা চিত্র সহজেই মিলবে হাতের মুঠোয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা ম্যানুয়েল বা সনাতন পদ্ধতিতে এডিবি-আরডিবি প্রণয়ন করতাম। যা ছিল শ্রমসাধ্য, কষ্টকর এবং দীর্ঘসূত্রীতা। এই সিস্টেমের চারটি প্রধান মডিউল হচ্ছে অনুমোদিত নতুন প্রকল্প, অনুমোদিত প্রকল্প, বরাদ্দের পরিমাণ ও বরাদ্দ এবং পুনঃবরাদ্দ।”
এ পদ্ধতি কার্যকর হলে সরকারি বিনিয়োগ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসবে বলে ধারণা সবার।
এএইচ/