ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

এক দিনেই শনাক্ত ১১ হাজারের কাছাকাছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ২০ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ২৮ হাজার ১৮০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন।  এ নিয়ে রোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ পৌঁছেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪১ হাজার ২৯২ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ৫৭৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী। এদের মধ্যে ২ জন ঢাকা ও ২ জন চট্টগ্রাম বিভাগের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি