সদরঘাটে নৌকাডুবি
এক নারীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৫ জন
প্রকাশিত : ১২:১২, ৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:০৭, ৮ মার্চ ২০১৯
রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। এ ঘটনায় শাহজাহান নামে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ছোট্ট ডিঙি নৌকা বেয়ে কামরাঙ্গীরচর এলাকা থেকে শরীয়তপুর যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই জন নারী ও তিনজন শিশুসহ মোট ৬ জন নিখোঁজ ছিল।
সদরঘাট নৌ-বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কামরাঙ্গীরচর এলাকা থেকে একটি ছোট্ট ডিঙি নৌকা বেয়ে দুই নারী ও তিনজন শিশুকে নিয়ে শরীয়তপুর যাচ্ছিল তারা। বুড়িগঙ্গা নদীর বরিশাল ঘাট পার হলেই শরীয়তপুর ঘাট। তারা বরিশাল ঘাট পার হয়ে যাওয়ার পরই ডিঙ্গিটি কাত হয়ে ডুবে যায়।’
বিআইডব্লিউটিএ এর যুগ্ম-পরিচালক (সদরঘাট) আরিফ হাসনাত বলেন, ‘নৌকা ডুবির খবর পেয়েই ইতোমধ্যে সেখানে ডুবুরি দল নিঁখোজদের উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় শাহজাহান নামের একজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রথমে মিটফোর্ট হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
এসএ/
আরও পড়ুন