ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এক পাতায় রিটার্ন জমা দেওয়ার সুযোগ (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১২:৪৩, ১২ নভেম্বর ২০২৩

রাজধানীসহ সারাদেশে চলছে করসেবা মাস। নতুন আয়কর আইন অনুযায়ী সহজে আয়কর রিটার্ন দাখিল করা যাচ্ছে। এবার স্বল্প আয়ের করদাতাদের জন্য এক পাতার ফর্মে রিটার্ন জমার সুযোগ রাখা হয়েছে। প্রক্রিয়া সহজ হওয়ায় রিটার্ন দাখিল বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে, চলতি মাসে রিটার্ন জমা না দিলে গুনতে হবে জরিমানা। 

এবারও হচ্ছে না আয়কর মেলা। তবে নভেম্বরজুড়েই বিশেষ করসেবা পাবেন করদাতারা। কর অঞ্চলগুলো অনেকটা মেলার আদলে মিলছে সেবা। 

পাশাপাশি ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা সেনানিবাসসহ কয়েকটি স্থানেও রিটার্ন জমার বিশেষ আয়োজন রয়েছে। 

এবার বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ আর সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম হলে এক পাতায় আয়কর বিবরণী জমা দেয়া যাচ্ছে।

এখন পর্যন্ত ভিড় ছাড়াই কর অঞ্চলগুলোতে রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা।

করদাতারা জানান, যাদের সম্পদ কম তাদের জন্য এক পাতার রিটার্নের ব্যবস্থা করা হয়েছে। এতে খুব বেশি ঝামেলা নাই। আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে। এখন ভীড় কম, আগের তুলনায় রিটার্ন জমা অনেক সহজ হয়ে গেছে।

নতুন আইনের আলোকে কম আয়ের করদাতার রিটার্ন জমা সহজ করতে এক পাতার ফরম চালু করা হয়েছে। কোন খাত থেকে কত আয় হয়েছে এর বিস্তারিত লিখতে হয় না। শুধু মোট আয়ের তথ্য দিলেই হবে। 

কর অঞ্চল-৮ কমিশনার মোহাম্মদ আবুল মনসুর বলেন, “২৫ নভেম্বর আয়কর দিবস। এরপরও রিটার্ন দিতে পারবেন তবে কিছু কিছু সুবিধা পাওয়া যাবেনা। করমুক্তি, কর অব্যাহতির সুবিধা, বিনিয়োগজনিত আয়কর রেহাতের সুবিধা পাবেনা। অধিকন্তু মাসিক ৪ শতাংশ হারে বিলুম্ব ফি দিতে হবে।”

শেষ দিকে ভীড় বাড়ে। তাই ঝামেলা এড়াতে আগেভাগেই রিটার্ন দাখিলের পরামর্শ দিচ্ছেন রাজস্ব কর্মকর্তারা।

মোহাম্মদ আবুল মনসুর বলেন, “যারা করদাতা আছেন তারা যদি আগেভাগে রিটার্ন দাখিল করতে চান তাহলে সুন্দর পরিবেশে ঝামেলা ছাড়াই রিটার্ন জমা দিয়ে যেতে পারেন।”

চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা ৯৩ লাখ ৪৬ হাজার ৮শ’ ৬৯। যা গেলো অর্থবছরে ছিল ৯০ লাখ ৩ হাজার। তবে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা মাত্র ৩৫ লাখ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি