ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক মাসের জন্য ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স ও যুক্তরাজ্যের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লন্ডনে সংকট নিয়ে আলোচনার পর ইউক্রেনে ‘আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে’ এক মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব করছে ফ্রান্স ও ব্রিটেন। 

রোববার একথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ফ্রান্সের লে ফিগারো সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, এই ধরনের যুদ্ধবিরতি, প্রাথমিকভাবে অন্তত স্থলযুদ্ধকে অন্তর্ভুক্ত করবে না।

তিনি বলেন, পরবর্তী সময়ে শান্তিরক্ষী মোতায়েন করা হবে। 

ম্যাখোঁ আরও বলেন, ‘আগামী সপ্তাহগুলোয় ইউক্রেনের মাটিতে ইউরোপীয় সৈন্য থাকবে না।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের পরিবর্তনশীল অগ্রাধিকার ও রাশিয়ার সামরিকীকরণের প্রতিক্রিয়া জানাতে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩.০ থেকে ৩.৫ শতাংশের মধ্যে বৃদ্ধি করা উচিত।

সংবাদপত্রটিকে তিনি বলেন, ‘তিন বছর ধরে রাশিয়ানরা তাদের জিডিপির ১০ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করেছে। তাই আমাদের পরবর্তীতে কী হবে তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

মিলানের ইল ফোগলিও সংবাদপত্রের সাথে পৃথক সাক্ষাৎকারে ম্যাখোঁ আরও বলেছেন, ইউক্রেনের সংঘাত 
সমাধানে সাহায্য করার জন্য ইউরোপের একটি ‘শক্তিশালী’ ইতালির প্রয়োজন। 

ম্যাখোঁ বলেন, ‘আমাদের ইতালিকে প্রয়োজন, একটি শক্তিশালী ইতালি, যেটি মহান জাতিগুলোর সম্মিলিত কণ্ঠধ্বনিতে ফ্রান্স ও জার্মানির সঙ্গে পাশাপাশি কাজ করবে।’

রোববারের সংকট আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীতে তার দেশের যোগদানের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, এটি ‘কখনই এজেন্ডায় ছিল না।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি