ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

এক মুজিবের শোক

নীলাঞ্জন বিদ্যুৎ

প্রকাশিত : ১৬:২৯, ১৪ আগস্ট ২০২৩

এক মুজিবের শোকে আমার
দুচোখ ভিজে আসে
লক্ষ মুজিব শক্তি হয়ে
মায়ের কোলে হাসে।

এক মুজিবের শোকের ছড়া 
লিখতে কে যে বসে!
যায় ভিজে যায় ছড়া নিজেই
মর্মভেদী রসে।

এক মুজিবের রক্তে ফোটে 
তাজা গোলাপ ফুল
গন্ধে ভরে সবার বাগান
মন করে আকুল।

লেখক পরিচিতি-কবি ও শিক্ষক।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি