ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক সঙ্গে আরশাদ ওয়ার্সী ও অক্ষয় কুমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যখন ‘জলি এলএলবি টু’-এ আরশাদ ওয়ার্শিকে সরিয়ে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারকে কাস্ট করার কথা জানা গিয়েছিল, তখন বহু দর্শকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। বহু দর্শকই এতে খুশি হতে পানেনি। কারণ, ততদিনে প্রথম পার্ট ‘জলি এলএলবি’তে জগদীশ ত্যাগীর ভূমিকায় দর্শকরা আরশাদ ওয়ার্শিকে খুবই পছন্দ করে ফেলেছিলেন। এমনকী, সিনেমা নির্মাতাদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ আরশাদ ওয়ার্শিও। কিন্তু, যখন ‘জলি এলএলবি টু’ মুক্তি পেল, তখন সকলের মন জয় করে নিলেন জগদীশ্বর মিশ্রা রূপে অক্ষয় কুমার। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় ‘জলি এলএলবি টু’। নতুন করে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি আসতে যাচ্ছে ‘জলি এলএলবি থ্রি’। তবে এবার মুখ্য চরিত্রে কে থাকছেন? এ প্রশ্ন এখন ভক্তদের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানাগেছে, ‘জলি এলএলবি থ্রি’ সিনেমাতে থাকছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্শি দুজনেই। ‘গোলমাল এগেইন’-এর দারুণ সাফল্যের পর যখন আরশাদ ওয়ার্শিকে তাঁর পরবর্তী সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, গোলমাল, ধামাল, ইশকিয়া, জলি এলএলবি এবং মুন্নাভাই সিরিজের সিক্যুয়েলে কাজ করছেন তিনি। পাশাপাশি পরিচালক সুভাষ কাপুরও অক্ষয় কুমারের সঙ্গে ‘জলি এলএলবি থ্রি’ সিনেমাতে কাজ করছেন।

তাই ‘জলি এলএলবি’-র দর্শকদের মন খারাপ করার আর কোনও কারণই নেই। এবার দুই অভিনেতাকে একে অপরের বিরুদ্ধে কোর্ট রুমে লড়তে দেখা যাবে।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি