ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখনই জামায়াতকে বের করে দেওয়া উচিৎ: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জঙ্গিবাদ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি। জামায়াত প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত এই দেশের শত্রু, এই জাতির শত্রু, আমাদের স্বাধীনতার শত্রু। তাদের এখনই এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বিসিএস ইকোনোমিক ও বিসিএস অ্যাডমিন ক্যাডার অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দেশে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে ওঠেছে কি না? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘মোটেই না। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। জঙ্গিরা যেখানেই ঘটনা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। এখন তাদের বিচার হচ্ছে।

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা কৃষক লীগ নেতা, যাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, তাহলে কি এ ঘটনায় আওয়ামী লীগ জড়িত? এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিবের কথা জামায়াতের কথা হয়ে গেছে। জামায়াত স্বাধীনতার শত্রু, জামায়াত দেশের শত্রু। তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি