ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

এখন কী হবে সিমলার?

প্রকাশিত : ২৩:১২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

নায়িকা সিমলা ও মাহাদী ওরফে পলাশের পরিচয় বছর দুয়েক আগে। পলাশ শর্টফিল্ম নির্মাণ করতে গিয়েই সিমলার সঙ্গে পরিচিত হন। শর্টফিল্মে অভিনয়ের প্রস্তাব দিলে সিমলা তা নাকচ করে বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলে অভিনয়ে রাজি আছেন। কারণ হাতে কোনো কাজ নেই। প্রায় দশ বছর তিনি বেকার। পলাশ আহমেদ গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাই চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত হন। এখন আলোচনার তুঙ্গে সিমলা। তিনি এখন কি পরিস্থিতিতে আছেন? কোথায় আছেন? তার ভবিষ্যতও বা কি? ইত্যাদি নানাবিধ প্রশ্ন এখন জনমনে।

নায়িকা সিমলা ২০১৮ সালের মে মাসে জানিয়েছিলেন, তিনি বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এরপর থেকেই তার অনেকটা ‘খোঁজ’ নেই। চলচ্চিত্রে তার ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছিল না, তার কোনো খবর। ২৪ ফেব্রুয়ারি উড়োজাহাজ ‘ছিনতাই’ ঘটনার শুরু থেকেই আলোচনার তুঙ্গে রয়েছেন সিমলা।

২৪ ফেব্রুয়ারি, রবিবার উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টা’ করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত হওয়া তরুণের বাবা পিয়ার জাহান জানান, ছেলের নাম মাহমুদ পলাশ। যদিও শোবিজ অঙ্গনে তিনি পরিচিত ছিলেন মাহিবি জাহান নামে। একই নামে ফেসবুকে তার অ্যাকাউন্ট ছিল, যেখানে সিমলার সঙ্গে একাধিক ছবি রয়েছে।

উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টা’র পর পর ফেসবুকে ছড়িয়ে পড়ে, স্ত্রী সিমলার সঙ্গে ঝামেলা থেকেই তিনি এই কাজ করেছেন। তবে এই কথার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অনেকেই বিষয়টিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। অবশ্য মাহিবির (পলাশ) বাবা দাবি করেছেন, নায়িকা সিমলাকে নিয়ে একাধিকবার নারায়ণগঞ্জের বাড়িতে গিয়েছেন ছেলে। সিমলাকে বউ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। পরিবারের সঙ্গে সময়ও কাটিয়েছেন তিনি।

সিমলার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, আমার সঙ্গে তার অনেকদিন হয় কোনো যোগাযোগ নেই। সবশেষ যতটুকু মনে পড়ে শিল্পী সমিতির নির্বাচনের দিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এরপর আর কোনো কথা হয়নি।

রাশিদ পলাশের পরিচালনায় সিমলা ‘নাইওর’ নামে একটি ছবির কাজ শুরু করলেও শেষ পর্যায়ে গিয়ে প্রযোজক সংক্রান্ত জটিলতায় আটকে যায়। বেশ কয়েকবার শুটিং শেষ করার বিষয়ে পরিচালক ও সিমলা বিষয়টি নিয়ে মিটিং করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

সিমলার বিষয়ে কথা হয় রাশিদ পলাশের সঙ্গে। তিনি বলেন, আমার সঙ্গে সিমলা আপার দেখা হয়েছিল ২০১৭ সালের ৫ মে। এরপর থেকে তার সঙ্গে আমার আর কোনো ধরনের যোগাযোগ নেই। অনেকদিন আগে শুনেছিলাম তিনি দেশে এসেছেন। যদিও সে সময় তার সঙ্গে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। তার নাম্বারটিতে অনেকদিন ধরে ফোন দিচ্ছি, সেটিও বন্ধ পাচ্ছি।

২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিং। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সিমলা। এ ছবিটির শুটিং শেষের দিকে এসে নির্মাতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সিমলা। এ ছবিটির কাজও শেষ হয়নি।

রুবেল আনুশ বলেন, আমার ছবিটি জুলাইয়ে সেন্সরে দেওয়ার পরিকল্পনা আছে। সেজন্য আড়াই-তিন মাস আগে সিমলার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম ডাবিংয়ের বিষয়ে। সেসময় তিনি বলেছেন, ডাবিংটা তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। তখন তিনি দেশে ছিলেন। এরপর আর তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এমন স্বল্প অভিনেত্রীর মধ্যে সিমলা অন্যতম। শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

এদিকে ২০১৭ সালের শুরুতে সিমলা বলেন, মানুষ হিসেবে একটা বোধ আছে তো। বিয়ের বিষয়টা সম্পূর্ণ স্রষ্টার হাতে। আমি চেষ্টা করেছি। কিন্তু আমি চাইলেও করতে পারিনি। তার মানে আমার দ্বারা আপতত সম্ভব নয়। সৃষ্টিকর্তা যেদিন চাইবে সেদিন হবে। তবে ব্যাচেলর জীবনটাকে উপভোগ করছি। যে এই অনুভূতিটা উপভোগ করে সেই জানে। বিয়ের সময় তো এখনও ফুরিয়ে যায়নি।

২০১৮ সালের ১ জানুয়ারি ‘বিয়ে করেছেন সিমলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রিয়.কম। সেই প্রতিবেদনে জানানো হয়, মাহিবি জাহানের সঙ্গে সিমলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মাহিবি জাহানের প্রযোজনা করা ছবির একজন পরিচালক ওই সময় জানান, পেশায় ব্যবসায়ী মাহি বি জাহান থাকেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন সেখানে। তার বাড়ি নারায়ণগঞ্জে। ভালোলাগা থেকে ভালবাসা, এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সিমলার তুলনায় মাহিবির বয়সের ব্যবধান অনেক।

মাহিবির ফেসবুকে দেখা গেছে, সিমলার সঙ্গে তার একাধিক ছবি। কোনো কোনো ছবিতে দেখা গেছে, তারা দুষ্টুমি করছেন কিংবা কোথাও ঘুরতে গেছেন। সিমলার জন্মদিন পালনের একটি ছবিও রয়েছে। ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর তাদের বিবাহবার্ষিকী ছিল জানিয়ে সিমলা ও তার একটি সেলফি পোস্ট করেন মাহিবি। ক্যাপশনে জানান, হাজারো ভুলের মাঝে তারা বিয়ের এক বছর পার করেছেন। সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

এদিকে উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টা’ ঘটনার পর তার বাবা পিয়ার জাহান জানিয়েছেন, প্রায় ১০ মাস আগে চিত্রনায়িকা সিমলাকে বাড়িতে নিয়ে যান পলাশ (মাহিবি)। সিমলাকে বিয়ে করেছেন জানিয়ে বাবা-মায়ের সঙ্গে সিমলার পরিচয় করিয়ে দেন।

গণমাধ্যমকে পিয়ার জাহান বলেন, আমি সিমলাকে তখন বলেছি, তোমার সঙ্গে বয়সের এত ব্যবধান, কীভাবে আমার ছেলেটাকে বিয়ে করেছো? যা হোক বিয়ে যেহেতু করেই ফেলেছ, আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায় একটু খেয়াল রেখো।

স্বামী হিসেবে পলাশের ভালো করার দায়িত্ব পেলেও সেই পলাশ বিমান ছিনতার চেষ্টায় নিহত হলো। এখন প্রশ্ন কি হবে সিমলার ভবিষ্যৎ?

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি