ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এটাই মাশরাফির শেষ এশিয়া কাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

পরবর্তী এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। টাইগার ক্রিকেটের দলপতি এরইমধ্যে অবসর নিয়েছেন শর্ট ফরম্যাট থেকে। সে হিসেবে এটাই হতে যাচ্ছে দ্য ম্যাশের শেষ এশিয়া কাপের।

২০১৬ বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের গত আসর হয়েছিল টি ২০ ফরম্যাটে। এশিয়া কাপে অধিনায়ক হিসেবে তখন অভিষেক হয় মাশরাফির। ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে তার অধিনায়কত্বের অভিষেক হচ্ছে আজ।

হয়তো শেষ এশিয়া কাপও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বৃহস্পতিবার দুবাই যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ‘এটা বড় টুর্নামেন্ট। পরীক্ষা করার কোনো সুযোগ নেই। সম্ভাব্য সেরা দলটাই আমরা পাঠিয়েছি। কয়েকজন ক্রিকেটার ভালো করলে ভবিষ্যতে আমাদের জন্য সুবিধা হবে। দুবাই যাওয়ার পর সংবাদ সম্মেলনে মাশরাফি মুর্তজা জানিয়েছেন, ‘এশিয়া কাপ বাংলাদেশের জন্য আগামী বিশ্বকাপের প্রস্তুতি।‘

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি