ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এটিএম কার্ড জালিয়াতি সন্দেহে সুনির্দিষ্টভাবে ৬-৭ জনকে সনাক্তঃ অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রকাশিত : ১৫:০৪, ১৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৪, ১৩ মার্চ ২০১৬

বেসরকারী ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সন্দেহে সুনির্দিষ্টভাবে ৬-৭ জনকে সনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকালে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। ২০টির বেশী প্রতিষ্ঠান ও ব্যাক্তি ঘটনার  জড়িত থাকার তথ্য পাওয়ার কথা জানান তিনি। রাজধানীতে কয়েকটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় বেশ শংঙ্কায় পড়েন সাধারন গ্রাহকেরা। এঘটনার জোর তদন্ত করে প্রধান সন্দেহ ভাজন হিসেবে জার্মান নাগরিক পিউতর ও সহযোগী হিসেবে সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। যাদের কয়েক দফায় রিমান্ডে বেশ কিছু তথ্য পাওয়ার কথা জানান ডিএমপির মুখপাত্র। ঘটনার সঙ্গে ৬ থেকে ৭জন ব্যাক্তি সরাসরি জড়িত বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যাক্তি জড়িত থাকার কথা আটকরা স্বীকার করলেও তাদের রিরুদ্ধে দালিলিক প্রমান পেলেই ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনায় ডিবি কিংবা পুলিশের কোন গোয়েন্দা সংস্থা এখনই তদন্ত বা ছায়া তদন্ত করছে না বলে জানান মনিরুল ইসলাম। তবে, ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে ঘটনা তদন্ত করার কথাও বলেন ডিএমপির এই অতিরিক্ত কমিশনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি