এটি ‘স্টেট স্পন্সরড জাজমেন্ট’: রিজভী
প্রকাশিত : ১৪:২৯, ১১ অক্টোবর ২০১৮
পুরোনো ছবি
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে দেওয়া রায় সরকারের কারসাজি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এই রায়কে ‘স্টেট স্পনসরড জাজমেন্ট’বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিচার বলে আখ্যা দেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেই গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্চনা পূরণে এ রায় দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রায়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে রিজভী বলেন, একতরফা নির্বাচন করার জন্য এ রায় একটি কারসাজি।
জোর করে তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দি নেওয়া হয়েছে দাবি করে রিজভী বলেন, হাত-পায়ের নখ তুলে নিয়ে শারীরিক নির্যাতনের মাধ্যমে সম্পূরক জবানবন্দি নেয়া হয়েছিল।
তিনি বলেন, মুফতি হান্নানকে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৪০০ দিন রিমান্ডে রাখা হয়েছে। পরে তাকে দিয়ে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গতকাল বুধবার তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের। বাকি ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়।
/ এআর /
আরও পড়ুন