ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘এদেশের জনগণ সত্যিই বিএনপিকে ভয় পায়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘এ দেশের শান্তিপ্রিয় মানুষ বিএনপিকে ভয় পায়। এর কারণ— ক্যান্টনমেন্ট থেকে অবৈধ পন্থায় সৃষ্টি হওয়া এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রত্যক্ষ-পরোক্ষভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত।’

রোববার বিকালে নারায়ণগঞ্জের পাগলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ১০তলা স্টাফ কোয়ার্টার উদ্বোধন করার সময় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ এখন বিএনপির ভয়ে ভীত’—মির্জা ফখরুলের এ বক্তব্য আংশিক সত্য। কারণ আমরা মানুষ বলেই আপনাদের ভয় পাই, নরপশু হলে ভয় পেতাম না। তবে বিএনপিকে আওয়ামী লীগ নয়, এদেশের জনগণ সত্যিই ভয় পায়।’

শামীম ওসমান আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বিদেশ থেকে ট্রাকে ট্রাকে অস্ত্র নিয়ে আসে, জঙ্গিবাদের ভয়াল থাবায় দেশকে ক্ষতবিক্ষত করে, গ্রেনেড হামলা বোমা হামলা করে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, একাত্তরের ঘাতক রাজাকারদের নিয়ে ক্ষমতা পরিচালনা করে। এসবই ভয় পাওয়ার প্রধান কারণ।’
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি