এপিআইএফ-কমিটির সভায় সোশ্যাল ইসলামী ব্যাংকের যোগদান
প্রকাশিত : ২০:৪৪, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩৭, ৭ মার্চ ২০১৯
দেশের প্রথম ব্যাংক হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক দ্বারা পরিচালিত বেসরকারি ওয়াক্ফ প্রোপার্টিজ ইনভেস্টমেন্ট ফান্ড (এপিআইএফ) এ বিনিয়োগ করেছে।
সম্প্রতি জেদ্দায় আইডিবি এর হেড কোয়ার্টারে অনুষ্ঠিত উক্ত ফান্ডে অংশগ্রহণকারী কমিটির ১৭তম সভায় যোগ দেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব কাজী ওসমান আলী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওআইসি-ইসলামিক সলিডারিটি ফান্ডের চেয়ারম্যান নাসের বিন আব্দুল্লাহ হামদান আল-জাবী, এপিআইএফ এর পরিচালক ওয়াসিম আব্দুলওয়াহাব,এপিআইএফ এর সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সৈয়দ মুহাম্মদ অসীম রাজা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের এসভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. আকমল হোসেন। বিনিয়োগকারী কমিটির সদস্য দেশ সৌদি আরব, কুয়েত, মিশর, ইরান, বাহরাইন, জর্ডান প্যালেস্টাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
কেআই/
আরও পড়ুন