ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এপিরাসের নতুন গান ‘তুরা তুরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৮, ৩০ জানুয়ারি ২০২২

‘তুরা তুরা’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছে এপিরাস ও আলী কুলি মির্জা। টু এম-এর ব্যানারে দুবাই থেকে শুক্রবার, ২৮ জানুয়ারী নতুন এই গানটি প্রকাশ পায়।

গানটির সুর ও সংগীত আয়োজন করেছে বাংলাদেশের এপিরাস-এর শেখ শফি মাহমুদ এবং শেখ সামী মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন আলী কুলি মির্জা এবং কথা লিখেছেন রামান জাংওয়াল।

কিছুদিন আগেই ১০০ মিলিয়ন-এর ঘরে পা রাখে তাদের জনপ্রিয় গান ‘ইশকাম দিলবার দিদিনা’ গান। যাতে কণ্ঠ দিয়েছিলেন বলিউড খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী মিকা সিং এবং আলী কুলি মির্জা। আবারও আলী কুলি মির্জার সাথে গান নিয়ে আসলেন এপিরাস। তবে এবার আরো একটু ভিন্ন ভাবে। এই গানটিতে হিন্দি, পাঞ্জাবি লিরিক এর সাথে রয়েছে বাংলা লিরিক।

বাংলা কথা গুলো - ‘চোখে চোখ রাখবো, আরো কাছে টানবো, শুধু ভালোবাসবো...’  

গানটি সম্পর্কে আলী কুলি বলেন, “করোনা পরিস্থিতির মধ্যে আমরা এই গান টি অনলাইন-এর মাধ্যমে শেষ করি I এই গান টি ইশকাম প্রকাশ পাবার পর পরই আমরা মুম্বাইতে একসাথে কাজ শুরু করি । যার সর্বশেষ রেকর্ড হয় দুবাইতে এবং পরবর্তীতে শাফি-সামী ফাইনাল প্রোডাকশন-এর কাজ করে আমাদের এখানে পাঠায় এবং আমরা গানটির শুটিং করি দুবাইতে । ইতিমধ্যে এপিরাসের সাথে আমার বেশ কিছু গান নিয়ে কাজ চলছে । আশা করি আমরা একসাথে আরো ভালো কিছু গান সামনে নিয়ে আসবো।”

শফি ও সামী বলেন, “ইশকাম আমাদের সবচেয়ে জনপ্রিয় গান যা আমরা আলী কুলি মির্জার সাথে করি যা কিনা এখন বাংলাদেশে বেশ জনপ্রিয়। এরই ধারাবাহিকতায় আমরা আরো বেশ কিছু গানের কাজ করে যাচ্ছিলাম। করোনা পরিস্থিতির কারণে মুম্বাই থেকে কাজ শুরু করলেও ‘তুরা তুরা’ গানটি আমাদের ঢাকার ষ্টুডিও থেকেই আমরা ফাইনাল করি।”

তিনি বলেন, “এই গানটিতে আমরা বাংলা লিরিক হিন্দি এবং পাঞ্জাবির সাথে যুক্ত করেছি। আমরা সবসময় আমাদের দেশ এবং ভাষা আর্ন্তজাতিক শ্রোতাদের কাছে পৌছাইতে চাই। এই উদ্যোগটা তারই যাত্রা। আশা করি, সবার ভালো লাগবে।”

এই নিয়ে প্রায় ২৫টির ও বেশি বলিউড ফিল্ম এবং সিঙ্গেল সংগীতে এপিরাস কাজ করেছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি