ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

এফএসআইবিএল’র বঙ্গবন্ধু হকি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫২, ১৬ মার্চ ২০২০

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০২০’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

এ উপলক্ষে ১৫ মার্চ, ২০২০ ঢাকাস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। 

এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

দেশব্যাপী আয়োজিত এই জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রংপুরের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়
এবং রানার্স-আপ হয় ঢাকার আরমানীটোলা সরকারি উচ্চ বিদ্যালয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি