ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এফবিসিআিই নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

উৎসবমুখর পরিবেশে শেষ হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআিই নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।
রোববার সকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেম্বার গ্র“পে পরিচালক পদে এ বছর ভোট হয়নি। তাই ভোট দেয়ার সুযোগ পেয়েছেন শুধু এসোসিয়েশন গ্র“পের ভোটাররা। এসোসিয়েশন গ্র“পের ১৮টি পরিচালক পদের জন্য দুটি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচিত পরিচালকেরা ভোট দিয়ে আগামী ১৬ মে সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন।  




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি