ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এফবিসিসিআই এর আমন্ত্রণে ঢাকায় এফবিইসি’র প্রতিনিধি দল

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে

প্রকাশিত : ২৩:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশের ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দীনের আমন্ত্রণে বাংলাদেশে পৌঁছেছেন ইউরোপে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি কাজী এনায়েত উল্লাহ।

সফরে দুই সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় ইউরোপে বাংলাদেশি ব্যাবসায়ীদের ব্যবসায়ীক সম্ভাবনা, সমস্যা এবং ইউরোপ থেকে বাংলাদেশে ব্যবসায় আগ্রহী ব্যবসায়ীদের উপযুক্ত পরিবেশ, নিরাপত্তা, বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা এবং পারস্পরিক ব্যাবসায়ীক সম্পর্ক উন্নয়নসহ নানা বিষয় উঠে আসবে বলে আশা করা যাচ্ছে। 

উল্লেখ্য গত ১২ নভেম্বর ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের প্রধান কার্য্যালয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার।

এসময় বিমান বন্দরে প্রতিনিধি দলকে ফুলেল অভ্যর্থনা জানান এফবিসিসিআই এর সহ সভাপতি এম এ মোমেন, সৈয়দ আলমাস কবির।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি