ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবং শাকিব খানে থাকছেন বুবলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ৩১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী। কিছুদিন আগে তাদের সম্পর্কে অনেক গুঞ্জন শোনা গেছে। অপুর সঙ্গে শাকিবের বিয়ের খবর ফাঁস হওয়ার সময় বুবলীকে অনেকে খলনায়িকা আখ্যা দিয়েছিলেন। বলছিলেন, বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক শুধু পর্দায় নয়, বাস্তবেও। এ কারণেই শাকিব অপুকে প্রথমে অস্বীকার করেছিলেন। তবে এরা দুজনই বিষয়টি অস্বীকার করেছেন।


ইতিমধ্যে বড়পর্দায় দু’জনকে একসঙ্গে কয়েকটি ছবিতে দেখা গেছে। জমে উঠেছে তাদের রসায়ন। দর্শকরা তাদের গ্রহণও করছেন। মুক্তির অপেক্ষায় আছে আরও দুটি ছবি।


সেই ধারাবাহিকতায় এবার একটি বেসরকারি স্যাটেলাইন চ্যানেলেও হাজির হচ্ছেন একসঙ্গে।

আসন্ন ঈদুল আজহার ‘এবং শাকিব খান’ শিরোনামে অনুষ্ঠানে অতিথি হিসেবে একসঙ্গে থাকছেন শাকিব খান ও বুবলী।

অনুষ্ঠানে শাকিব খান তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলছেন।

অন্যদিকে বুবলী জানিয়েছেন তার চলচ্চিত্র ভাবনা আর আগামীর পরিকল্পনা।

মারিয়া নূরের উপস্থাপনা ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘এবং শাকিব খান ’ অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকাল ৫টা ২০ মিনিটে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি