ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এ’বছরেই বন্ধ হচ্ছে অ্যাপেলের জনপ্রিয় ঘড়ি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৩০ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ পাঁচ বছর ধরে ব্যবহারকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা টেক-জায়েন্ট অ্যাপেলের জনপ্রিয় ওয়াচ সিরিজ ঘড়ি-৩ বন্ধ করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এমন তথ্য জানিয়ে টুইট করেছেন বিশ্লেষক মিং-চি কুও।

যদিও এই বিষয় সম্পর্কে এখনও পর্যন্ত অ্যাপেল কিছুই জানায়নি। তবুও এ নিয়ে হৈচৈ উঠেছে অ্যাপেল ব্যবহারকারীদের মাঝে। 

অ্যাপেল ওয়াচ সিরিজ ঘড়ি-৩ পুরনো হার্ডওয়্যারের কারণে ২০২২ সালের প্রথম তিন মাসের মধ্যেই বন্ধ করে দিতে পারে উৎপাদন।

এই ওয়াচ সিরিজটি ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। গত পাঁচ বছর ধরে তা ব্যবহারকারীদের মন কেড়ে নিয়েছে। পুরনো যে সমস্ত ঘড়ি অ্যাপেল এখনও বিক্রি করে তার মধ্যে এটি একমাত্র। সমকালীন সমস্ত ঘড়ির উৎপাদনই বন্ধ করে দিয়েছে অ্যাপেল। 

জানা যায়, ওয়াচ সিরিজ এস-৩ চিপ দ্বারা চলে। যা অ্যাপেল ওয়াচ এসই-তেও পাওয়া যায় এস-৫ চিপের পাশাপাশি অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ এর জন্য এস ৭ এর সঙ্গে তুলনা করা হচ্ছে।

সিরিজটি ওয়াচ সিরিজ ৩ বন্ধ হয়ে যাওযায় ওয়াচ সিরিজ ৪ সবথেকে পুরনো মডেল যা বাজারে পাওয়া যাবে। 

তবে ওয়াচ সিরিজ-৪ নিয়ে কিছু জল্পনা রয়েছে। অ্যাপল ওয়াচ সিরিজ-৭ লঞ্চ করেছে। যার এস-৭ একটি চিপসেট। এটি ইসিজি, হার্টরেট মনিটারিং ও আরও অনেক কিছুই করতে পারে।

জল্পনা অনুযায়ী কোম্পানির আসন্ন ঘড়িগুলো ওয়াচ সিরিজ ৪ বা ওয়াচ ওএস ৯-এর  মতই হতে পারে। তা হলে সেগুলো এই ঘড়িগুলোর দ্বিতীয় প্রজন্মের মত হতে পারে।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি