ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবারও আলুর বাম্পার ফলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৭ মে ২০১৭ | আপডেট: ১০:২৫, ৭ মে ২০১৭

বৃহত্তর রংপুর, মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এবারও আলুর বাম্পার ফলন। কিন্তু হঠাৎ করেই প্রণোদনা ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করায় প্রভাব পড়েছে রফতানি বাজারে। ভূক্তভোগীরা বলছেন, এই মন্দা সহসা না কাটলে বিশ্ববাজার থেকে হারিয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনাময় আলু। উত্তরাঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার।

উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, লালমানিরহাট, দিনাজপুর আর রাজধানীর পাশের জেলা মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গড়ে প্রতি বছর আলু উৎপাদন হয় প্রায় ৯০ লাখ মেট্রিক টন।

মুন্সীগঞ্জে উৎপাদিত ডায়মন্ড জাতের আলু ছাড়া উত্তরের গ্যানোলা প্রজাতির আলু মূলত চাষ করা হয় রফতানির জন্যই। মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যসহ আরও কটি দেশে বৃদ্ধি পেয়েছে গ্যানোলা আলুর চাহিদা। চলতি অর্থবছরে নগদ সহায়তা ২০ শতাংশের বদলে ১০ শতাংশ করায় ধস নেমেছে রফতানিতে।

হিসেব বলছে, আলু রফতানিতে বাংলাদেশের প্রতিযোগী পাকিস্তান ৪০ শতাংশ, চীন ২৫ ও ভারতে ২০ শতাংশ প্রণোদনা রয়েছে। এ বছর হঠাৎ করেই বাংলাদেশী রফতনিকারকদের সে সুযোগ বন্ধ করে দেয়ায় বিপাকে আলুর বাজার।

ভূক্তভোগীরা বলছেন, সিদ্ধান্তের পরিবর্তন না হলে সঙ্কট আরও ঘনীভূত হবে। ক্রমশ আন্তর্জাতিক বাজার হারাবে বাংলাদেশ।

https://youtu.be/5zW5AbffDHs


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি