ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবারও বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৮ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্টের নাম হবে ইস্পাহানি বিপিএল টি-টোয়েন্টি। পাওয়ার্ড বাই থাকবে নগদ। টানা দ্বিতীয়বারের মত ইস্পাহানিকে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হলো।

বিপিএলের সাথে কো-স্পন্সর হিসেবে থাকছে ইউসিএসআই ইউনিভার্সিটি এবং ওমেরা এলপিজি।

আগামীকাল ১৯ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি