ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবারের ঈদযাত্রা হবে স্বস্তির, সার্বিক প্রস্তুতি গ্রহণ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১৪:৪২, ৩১ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:০৩, ৩১ মার্চ ২০২৪

পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করায় এবার সড়কপথে ঈদযাত্রা সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা করছেন চলাচলকারীরা। সড়ক-মহাসড়কে কাজের অগ্রগতি, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা প্রশস্তকরণ, যেখানে সেখানে গাড়ি না থামানোসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সতর্ক থাকবে হাইওয়ে পুলিশ। 

ঈদযাত্রায় সড়কপথে সবচেয়ে বেশি চাপ পড়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে শিববাড়ি পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বাস র‌্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ ৯১ শতাংশ সম্পন্ন হয়েছে। 

এরইমধ্যে সাতটি ফ্লাইওভার চালু হওয়ায় ভোগান্তি কমে গেছে চলাচলকারীদের।

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করছে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই। তাই ধারণা করা হচ্ছে, এবারের ঈদযাত্রা হবে স্বস্তির।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ২০ কিলোমিটার নির্মাণাধীন ৬ লেন মহাসড়ক এখন অনেকটাই দৃশ্যমান। কাজের অগ্রগতি ৭৫ ভাগ। নির্মাণাধীন অংশের বাঁক ও রাস্তা প্রশস্তকরণ, ফুটপাত দোকানমুক্তসহ যেখানে-সেখানে পরিবহন না থামানো ও ওভার ট্রেকিং রোধ করা গেলে ঈদযাত্রা হবে স্বস্তির।

প্রকল্প ব্যবস্থাপক এখলাক উদ্দিন বলেন, “ফ্লাইওভারসহ বেশ কয়েকটি ওভারপাস এবং ব্রিজ যান চলাচলের উন্মুক্ত করা হয়েছে।”

ঈদে সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই রুটে ৭শ’ পুলিশ মোতায়েন থাকবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল বলেন, “তিনটি ফ্লাইওভার ওপেন করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমাদের জেলা পুলিশ থেকে ৭শ’ সদস্য মোতায়েন থাকবে। আশা করছি, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আসন্ন ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন হবে।”

ভোগান্তি কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম বলেন, “ঘরমুখি মানুষ যেন নির্বিঘ্নে যেতে পারে এজন্য মহাসড়কে উচ্ছেদ অভিযান চলমান আছে।”

মহাসড়কের উপর ৪৩০টি অবৈধ স্থাপনা অপসারণের কাজ চলমান বলেও জানান এই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি