ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

এবারের ঈদে আমিও থাকছি : অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৪ জুন ২০১৮

গত বছর রোজার ঈদে অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি বেশ প্রশংসা পেয়েছিল। বুলবুল বিশ্বাস পরিচালিত ওই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এক বছর পর এবার ঈদেও সিনেমা হলে থাকছে শাকিব-অপু। আব্দুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এবার ঈদে আমিও সিনেমা হলে থাকছি। আমার সিনেমা ‘পাঙ্কু জামাই’ বেশ ভালো একিট গল্প। আর কমেডিও রয়েছে এতে। ঈদে সিনেমাটি ভালো ব্যবসা করবে বলে আশা করছি।

এছাড়া দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার কাজও শুরু করেছেন অপু। এ সিনেমাতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন তিনি।

এটি নিয়ে তিনি বলেন, কয়েকদিন এ সিনেমার কাজ করেছি। এ গল্পটিও বেশ ভালো। ঈদের পর এ সিনেমার কাজ আবারও শুরু হবে।

‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমা নিয়ে তিনি আরও বলেন, এ সিনেমাতে আমার চরিত্রের নাম ঈশানা। ভিন্ন ধরনের একটি চরিত্রে আমাকে দেখবেন দর্শক। সিনেমার কাহিনীটাও খুব সুন্দর। আশা করি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন। এ সিনেমাতে বাপ্পির চরিত্রের নাম থাকছে আবির। মূলত বলা যায়, আবির ও ঈশানাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনী এগুতে থাকে।

অপু বলেন, রিয়াজ-শাবনুর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল। এ সিনেমার সিক্যুয়াল ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’-তেও দর্শক ভিন্নতা পাবে। সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। 

অপু বিশ্বাস দেশের সিনেমারর বাইরে কলকাতায় জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে ‘শর্টকাট’ নামে একটি সিনেমার কাজ করছেন। এতে আরও অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সন্দীপ কাজল, অনিন্দিতা বসু প্রমুখ।

এটি নিয়ে অপু বিশ্বাস বলেন, গত ৬ জুন কাজটি শুরু হয়েছে। বেশ ভালোভাবে চলছে। এ সিনেমার সংগীত পরিচালনা করবেন নচিকেতা নিজেই। এটি পরিচালনা করছেন সুবীর মন্ডল।

প্রসঙ্গত, মা হওয়ার পর অপু বিশ্বাসের ওজন ছিল ৯৫ কেজি। এক বছর পর এখন তার ওজন ৬৫ কেজি। সিনেমাতে অভিনয়ের জন্য আরও কয়েক কেজি ওজন কমানোর চেষ্টা করছেন অভিনেত্রী। এজন্য অনেক পরিশ্রমও করছেন। মা হওয়ার আগের সেই ফিগার ফিরে পেতে নিয়মিত ব্যায়াম করছেন অপু।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি