এবার আনুষ্ঠানিকভাবে ফুটবলে নাম লেখালেন বোল্ট
প্রকাশিত : ১৩:৫৪, ৮ আগস্ট ২০১৮
বিচ্ছিন্নভাবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার সানডাউনস ও নরওয়ের স্ট্রমগোসেট ক্লাবের সাথে অনুশীলন করলেও অবশেষে অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বোল্ট। অনির্দিষ্টকালের জন্য ক্লাবের সাথে অনুশীলন করার চুক্তি করেছেন বোল্ট, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাবটি।
এই চুক্তি মোতাবেক ক্লাবটির খেলোয়াড় হিসেবে তালিকাবদ্ধ হবেন না বোল্ট। তবে নিয়মিতই দলের সাথে অনুশীলন ও প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে পারবেন ৩১ বছর বয়সী এই জ্যামাইকান। তালিকাভুক্ত খেলোয়াড় না হলেও ফুটবল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েই রোমাঞ্চিত বোল্ট।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় (ক্লাবে) আসতে পেরে আমি অনেক বেশি রোমাঞ্চিত। পেশাদার ফুটবল খেলাটা আমার জন্য একটা স্বপ্নের মতো। আমি জানি যে এখানে আমি ফুটবলের সাথে অনেক বেশি জড়িত থাকবো এবং অনুশীলন করে নিজেকে অস্ট্রেলিয়ান লিগের জন্য প্রস্তুত করবো।’
এমজে/