ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

এবার আসছে সৌরভের বায়োপিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২২ মে ২০১৮ | আপডেট: ১২:৩৪, ২৩ মে ২০১৮

ভারতে একের পর এক তৈরি হচ্ছে বায়োপিক। মহেন্দ্র সিং ধোনি, শচীন তেন্ডুলকর, মোহাম্মদ আজহারউদ্দিনের পর এবার কী সৌরভ গঙ্গোপাধ্যায়? রুপোলি পর্দায় ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের জীবনকাহিনি নিয়ে এবার তৈরি হতে চলেছে সিনেমা। বলিপাড়ার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই রূপোলি পর্দায় আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবিটা নাকি প্রযোজনা করতে চলেছেন একতা কাপুর। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুরের প্রযোজনা এএলটি বালাজি প্রোডাকশনের সঙ্গে বায়োপিকের জন্য শীঘ্রই চুক্তিবদ্ধ হতে চলেছেন সৌরভ। 

কিছুদিন আগেই নিজের জীবনকাহিনি নিয়ে একটি বইপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ‘এ সে়ঞ্চুরি ইজ নট এনাফ’ শীর্ষক বইটিতে বেড়ে ওঠা থেকে শুরু করে ক্রিকেট জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন খোদ মহারাজ। কেরিয়ারের বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন, দীর্ঘদিনের সতীর্থ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল, এসবই রয়েছে বইটিতে। সৌরভের নিজের ভাষায় ‘বীরেন রায় স্ট্রিট থেকে লর্ডসের ব্যালকনি পর্যন্ত তাঁর যাত্রাপথের বর্ণনা রয়েছে বইটিতে।’

শোনা যাচ্ছে ওই বইটিকে কেন্দ্র করেই ছবি তৈরি করতে চাইছেন একতা কাপুর। এ নিয়ে দাদার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও হয়ে গিয়েছে এএলটি বালাজি নামের সংস্থাটির কর্তাদের। সম্প্রতি মুম্বইয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে, সংস্থাটির কর্তারা এসেছিলেন কলকাতাতেও।

সূত্রের খবর, ছবিটি পরিচালনার জন্য কোনও বিখ্যাত বাঙালি পরিচালকের নাম প্রস্তাব করেছেন মহারাজ। যদিও, একতা কাপুর চাইছেন বাঙালি কেউ নন, ছবিটি পরিচালনা করুক মুম্বইয়ের কেউ। বায়োপিক যদি সত্যিই তৈরি হয় তাহলে দাদার চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। যদিও, ছবির কাস্টিং নিয়ে এখনও ইঙ্গিত মেলেনি প্রযোজকের তরফে।

সম্প্রতি এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি, শচীন-এ বিলিয়ন ড্রিমস, আজহারের মত ছবিগুলি বেশ ভাল সাফল্য এনে দিয়েছে বক্স অফিসে। দঙ্গলের মতো খেলাকেন্দ্রীক ছবিও সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে ঝুলন গোস্বামীর বায়োপিকেরও। স্বাভাবিকভাবেই সৌরভের মত এত বড় একজন তারকার জীবন নিয়ে ভক্তকূলের কৌতুহলের অন্ত নেই। সেই কৌতুহলকে অস্ত্র করেই বক্স অফিসে বাজিমাত করতে চাইছেন একতা কাপুর। সৌরভ যদি রাজি হন তাহলে হয়ত খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে আরও একটা ‘দাদাগিরি।’

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি