ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এবার ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১৩, ৭ ফেব্রুয়ারি ২০১৮

এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে।  এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পর এবার ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।

আজ সোমবার পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে সকাল ৮টা ৪ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁস হয়ে যায়।

ফাঁস হওয়া ইংরেজি প্রথম পত্রের ‘ক সেটের প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে।

প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের ‘English 1st part 2018’ নামে একটি গ্রুপ থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটি ছড়িয়ে পড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, ইংরেজি প্রথমপত্র প্রশ্নও ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকি করছি।

গত ১ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়। এর পর ৩ ফেব্রুয়ারি সকালে পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পাওয়া যায় ফেসবুকে।

 

টিকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি