ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ইনস্টাগ্রামে বাণীর নগ্ন ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৪:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ইনস্টাগ্রামে টপলেস ছবি পোস্ট করে কয়েকদিন আগেই সমালোচনায় জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। বলেছিলেন, শরীর তাঁর, যা ইচ্ছে তাই করবেন। এবার সেই একই পথে হাঁটলেন বলিউডের উঠতি নায়িকা বাণী জে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন।


অবস্থা দেখে মনে হচ্ছে, এবার যেন বলিউডে টপলেস হওয়ার হিড়িক পড়েছে। এষা, মন্দনার পর এবার বাণীর পালা। সম্প্রতি বাণী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবির সঙ্গে একটি ক্যাপশনও দিয়েছেন তিনি। “Wish we could share the rest of this series with you all. Always pushing the envelope a little more everytime we shoot together @jjvalayah.”


বাণী এর আগে অনেকবার বিকিনি পরা ছবি পোস্ট করেছেন। কিছুদিন আগে তিনি ফুকেট গিয়েছিলেন। সেখান থেকেও বিকিনি পরা ছবি আপলোড করেছিলেন বাণী।তার আগে ইন্দোনেশিয়ার বালি থেকেও টু-পিস পরা ছবি পোস্ট করেছিলেন তিনি।
সূত্র : জিনিউজ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি