ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এবার ইন্টার মায়ামিতে যোগ দিলেন জর্ডি আলবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ১৯ জুলাই ২০২৩

মেসি-বুসকেটসের পর এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেন তাদেরই সাবেক বার্সা সতীর্থ জর্ডি আলবা।

এক সংবাদ সম্মেলনে মায়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস জানান, ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে জর্ডি এবং কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবেন। 

বুসকেটসের মতোই গেল মৌসুমে বার্সেলোনাকে বিদায় বলেন আলবা। বার্সার হয়ে ১১ বছরের ক্যারিয়ারে সাড়ে চারশ’র বেশি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ফুটবলার। 

কাতালান ক্লাবটিতে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ ও ১টি উয়েফা সুপার কাপ জিতেছেন ৩৪ বছর বয়সী এই লেফট ব্যাক।

স্পেন জাতীয় দলের এখনকার অধিনায়ক জর্ডি আলবা। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৯৩টি। কদিন আগেই জিতেছেন উয়েফা নেশন্স লিগ। ২০১২ ইউরো জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি