ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এবার ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১১ জানুয়ারি ২০২৫

ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনেও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

স্থানীয় সময় শুক্রবার (১০ জানুয়ারি) এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালায় ইসরাইলিরা। গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাহতেই অন্তত ছয়বার বিমান হামলা করে নেতানিয়াহু বাহিনী। বেশ কয়েকটি সামরিক স্থাপণা লক্ষ্য করেও চালানো হয় হামলা।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুতিরা চড়া মূল্য দিচ্ছে। তাদের বিরুদ্ধে ইসরাইলি অভিযান অব্যাহত থাকবে।

বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাশিরাহ বলেছে, শুক্রবার রাজধানী সানার হেজিয়াজের প্রধান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ১৩ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সানহান জেলার হেজিয়াজ বিদ্যুৎ কেন্দ্রে হামলায় একজন কর্মী-সহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া সেখানকার কয়েকটি বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
একটি ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা জানায়, হুতি নিয়ন্ত্রিত বন্দর রাস ইসাতে ইয়েমেনের প্রধান তেল রফতানি টার্মিনালেও হামলা চালিয়েছে ইসরাইলিরা।
 
এদিকে শুক্রবারসহ গেল ৪৮ ঘণ্টায় লোহিত সাগরের দক্ষিণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুতি বিদ্রোহী। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, এই জাহাজটি থেকে হুতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে হুতিবিদ্রোহীর হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হঠতে বাধ্য হয় তারা।

২০২৩ সালে হামাস ইসরাইল সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলিদের ওপর হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি