ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

এবার ওভালে পেরেরার ঝড়ো ব্যাটিং    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ৫ জানুয়ারি ২০১৯

রস টেলর মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ পরিচিত। তার নামের প্রমাণও রেখেছেন একাধিক ম্যাচে। এবার শ্রীলঙ্কার বিপক্ষে এক ঝড়ো ইনিংস খেললেন। বে ওভালে ৭৪ বলে ১৪০ রানের এক দুর্দান্ত ইনিংস খেললেন তিনি। আউট হওয়ার আগে ম্যাট হেনরির বলে ছক্কা হাঁকান ১৩টি। আর রস টেলরের সঙ্গে এবার ঝড়ে তুলনের শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা। তিনি খেলেছেন ৭৪ বলে ১৪০ রানের এক ঝড়ো ইনিংস।

প্রথমে টস জিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। তারা তোলে ৩১৯ রান। শ্রীলঙ্কা করতে পেরেছে সর্ব মোট ২৯৮ রান। ম্যাচ হেরেছে ২১ রানে। এখানেই ম্যাচ রিপোর্ট শেষ হতে পারতো। যেহেতু থিসারা পেরারা যে ইনিংস খেলেছেন তা এখানেই শেষ হবার নয়।

জবাবে শ্রীলংকা ব্যাট করতে নেমে ১২১ রানে ৫ উইকেট হারায়। ধানুশকা গুনাথিলাকা দলের হয়ে ৭১ রান করে ফেরেন। থিসারারের গল্পটা এর পরের।

বে ওভালে নিজের ব্যাটকে ঝান্ডা বানিয়ে তোলেন ঝড়। ৭৪ বলে ১৪০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। আউট হওয়ার আগে ম্যাট হেনরির বলে ছক্কা হাঁকান ১৩টি।

আর আটটি চারের মার মারেন। তিনি ম্যাচটা হয়তো বের করেও নিয়ে আসতেন যদি তাকে আর কেউ সঙ্গ দিতে পারতেন। কিন্তু কেউ তা পারেননি। ২২ বল বাকি থাকতে আউট হয়ে দলের শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তিনি। অবশ্য মালিঙ্গা ১৭ রান করে ছিলেন সঙ্গে কিছুটা সময়। কিন্তু তারা ওভার শেষ করে ফিরতে পারেনি ।

 

 এসইউ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি