এবার কার্গোভ্যান কেড়ে নিলো এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ
প্রকাশিত : ১১:০৭, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২৭, ২২ মার্চ ২০১৯
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাস চাপায় বিইউপির ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় রেশ কাটতে না কাটতেই আজ সিরাজগঞ্জের কামারখন্দে কার্গোভ্যান চাপায় হৃদয় (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়ে। এসময় আহত হয়েছেন আরো দুই পথচারী। আহতদের স্থানীয় হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কের উপজেলার ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কার্গোভ্যানটিতে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। নিহত হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্গোভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। এসময় আহত হন আরো দুই পথচারী। দুর্ঘটনার সাথে সাথে বিক্ষুব্ধ এলাকাবাসী কার্গোটিকে জব্দ করে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, কার্গোচাপায় কলেজছাত্র নিহত হওয়ায় এলাকাবাসী কার্গোটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে।
টিআর/
আরও পড়ুন