ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এবার কুবি সিন্ডিকেট সদস্য শিক্ষকের পদত্যাগ

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ১৯ মার্চ ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিধি-বহির্ভূতভাবে ডিন নিয়োগ ও সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ সীমিত করার প্রতিবাদ জানিয়ে সিন্ডিকেট সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

মঙ্গলবার (১৯ মার্চ) অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান স্বাক্ষরিত এক পদত্যাগ পত্রে বিষয়টি জানা যায়। 

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে কর্মরত আছি। আমার জানা মতে, গত ১৪ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এজেন্ডা বহির্ভূত ও বেআইনিভাবে ডিন নিয়োগ দেয়া হয়েছে। একাধিক সিন্ডিকেট সদস্যের আপত্তি সত্ত্বেও বিশেষ ব্যক্তিকে সুবিধা প্রদানের জন্য পরিকল্পিতভাবে ডিন মনোনয়ন দেওয়া হয়েছে। যা শুধু দুঃখজনকই নয় বিধি-বহির্ভূতও বটে ‘

তিনি আরও লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত অনিয়ম ও সমস্যা সমাধানের জন্য গত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি, ৫ ও ১৩ মার্চ  লিখিতভাবে অনুরোধ জানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। কিন্তু প্রকৃতপক্ষে সমস্যা সমাধানের দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে শিক্ষকগণ নানা রকম বিড়ম্বনার শিকার হচ্ছেন, সাধারণ শিক্ষক হিসেবে আমি নিজেও বিড়ম্বনার শিকার।’

এদিকে সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ নেই দাবি করে তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ আরও একটা বিষয় পর্যবেক্ষণ করছি সিন্ডিকেট সভায় মতামত প্রদানের সুযোগ খুবই সীমিত। অধিকাংশ ক্ষেত্রে মতামত প্রদানের কোন সুযোগ নেই। এখানে সদস্য হিসেবে থাকা বা না-থাকা একই অর্থ বহন করে। মূলত আমাদেরকে সভার কোরাম পূর্ণ করার জন্য রাখা হয়েছে। সচেতন নাগরিক হিসেবে যেটা অস্বস্তিকর।’

পরে চিঠিতে বর্ণিত অবস্থার প্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ ১৯ মার্চ থেকে পদত্যাগ গ্রহণের অনুরোধ জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি