ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার গাজায় পুলিশ কমান্ডারকে হত্যা করল ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় স্থানীয় একজন পুলিশ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের পুলিশ বাহিনী।

গাজার জেনারেল ডিরেক্টরেট অব পুলিশ নিশ্চিত করেছে, পশ্চিম খান ইউনিস পুলিশ স্টেশনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহমেদ আল-দারবাশি হামলায় নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।

 পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী লক্ষ্যবস্তু (ইসরায়েলের) হওয়া সত্ত্বেও তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। 
 
গাজা উপত্যকায় বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার জন্য ‘দখলদার বাহিনী পরিচালিত বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা’ সফল হবে না বলেও জানানো হয় বিবৃতিতে।
 
এতে আরও বলা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি যে, তারা দখলদারদের আক্রমণ এবং পুলিশ কর্মীদের বারবার লক্ষ্যবস্তুতে পরিণত করা বন্ধ করার জন্য কাজ করবে। কারণ আমরা আন্তর্জাতিক আইনের অধীনে একটি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
 
এদিকে গাজা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) তারা এ দাবি করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে আনাদোলু এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার আশপাশের খোলা জায়গায় সতর্কতা জারি করার পর, ‘বিমান বাহিনী গাজা উপত্যকা থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
 
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস থেকে গাজা সীমান্তবর্তী ইসরাইলি বসতি (অবৈধ) নীর ইতজাক, সুফা এবং হুলিতের দিকে রকেট হামলা চালানো হয়েছে। 
 
অন্যদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে গাজা উপত্যকা-সংলগ্ন নীর ইতজাক বসতি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি