ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

এবার গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন

প্রকাশিত : ০৮:৩৫, ৩০ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:১৩, ৩০ মার্চ ২০১৯

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে।

আজ শনিবার সকাল ৬টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

উদ্ধারকর্মী সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পরপরই আগুন লাগার খবর পেয়ে তারা এখানে ছুটে আসেন।

মার্কেটের আশপাশে দোকান মালিক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ ভিড় করেছেন। ফলে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য, দুই বছর আগেও এই মার্কেটে আগুন লেগেছিল। এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে আবারও এ মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি