ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীনই থাকলো বাংলাদেশ-পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-পাকিস্তান দুই দলই সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে। শুধু একটি জয়ের আশায় আজ মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। কিন্তু বেরসিক বৃষ্টি সেই আশা পূরণ হতে আর দিলো না।

যদিও দুই দলের আজকের ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করায় এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকতে হলো বাংলাদেশ-পাকিস্তানকে।

বৃষ্টির জন্য গত মঙ্গলবার পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। একই পরিণতি হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচেও। 

এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আসরে জয়হীন থাকতে হল স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশকে। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে দুই দল। এই আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি কেবল এই এক পয়েন্টই। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনটায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি। তবে বৃষ্টির সম্ভাবনা আছে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া বিভাগ। গুড়িগুড়ি বৃষ্টির তোড়টাও বেড়েছে আগের থেকে। তাই আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। এ গ্রুপ থেকে সেমিতে খেলবে ভারত ও নিউজিল্যান্ড।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের একমাত্র জয় ১৯৯৯ বিশ্বকাপে। 

পাকিস্তানের মাঠে বাংলাদেশ আগে কখনোই জয় পায়নি। ১২ ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারই দুই দল প্রথমবার একে অন্যের মুখোমুখি হবার সুযোগ পেয়েছিল। কিন্তু বেরসিক বৃষ্টি দুই দলের লড়াই দেখতে দর্শকদের বঞ্চিত রাখলো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি