ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার চড় খেলেন হার্ভি ওয়াইনস্টিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৫৪, ১৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে অ্যারিজোনার স্কটসডেলে এলিমেন্টস নামের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন হার্ভি ওয়াইনস্টিন। নিন্দিত এই প্রযোজকের গালে এক ব্যক্তি কষে দু’বার চড় বসিয়ে দিয়েছেন।
জানা যায়, হার্ভি রেস্তোরাঁটিতে রাতের খাবার খেতে গেলে এক ক্রেতা তার সঙ্গে ছবি তোলার আগ্রহ দেখান। কিন্তু রাজি হননি ৬৫ বছর বয়সী এই প্রযোজক। খাওয়া শেষে তিনি বের হতে গেলে ওই ক্রেতাই তাকে অভিনেত্রীদের যৌন হয়রানি করায় বিরূপ মন্তব্য করেন ও গালে চড় বসিয়ে দেন।
যদিও হার্ভির প্রতিনিধিরা এক বিবৃতিতে জানিয়েছে, গণমাধ্যমে রেস্তোরাঁর যে খবর প্রকাশ করা হয়েছে তা মোটেও সত্যি নয়।
এদিকে সাম্প্রতিক ব্যক্তিজীবনে মোটেও ভালো নেই হার্ভি। স্ত্রী ফ্যাশন ডিজাইনার জিওর্জিনা চ্যাপম্যানের সঙ্গে ছাড়াছাড়ি তো হয়েছেই, এবার কাগজে-কলমেও বিচ্ছেদ হচ্ছে তাদের। তারা বিয়ে করেছিলেন ২০০৭ সালের ডিসেম্বরে।
এদিকে হার্ভির বিরুদ্ধে মামলা চালাতে বাড়ি বিক্রি করেছেন রোজ ম্যাকগোয়ান। হলিউডের এই মোগলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।
সূত্র : ফক্স নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি