ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

এবার জীববিজ্ঞানের প্রশ্নও ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

চলতি বছরের এসএসসি ও সমমানের গত সবগুলো পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার অনুষ্ঠিত জীববিজ্ঞানের প্রশ্নপত্রও ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষে প্রশ্নের সঙ্গে মিলিয়ে ফাঁস হওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

রুটিন অনুযায়ী আজ ‘জীববিজ্ঞান ও অর্থনীতি’র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জীববিজ্ঞানের বহুনির্বাচনি পরীক্ষার উত্তরপত্রসহ প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে সোমবার সকাল ৮টা ৫৭ মিনিটে পাওয়া গেছে। এর কিছুক্ষণ পর সকাল সোয়া ৯ টায় বোর্ডের দেওয়া অতিরিক্ত খাতায় লেখা এমসিকিউ’র সমাধান লেখাসহ ফাঁস হয় প্রশ্নপত্র।

সকাল ১০টা ৪৬ মিনিটে ‘Biology’ নামের একটি গ্রুপে আসে জীববিজ্ঞানের ‘ক সেট’ সৃজনশীল প্রশ্নপত্র।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের এসএসসি ও সমমানের সবকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এসব ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা শেষে হাতে পাওয়া প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। নানা রকম ব্যবস্থা নেওয়ার পরও প্রশ্নফাঁস ঠেকাতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়।

এ ব্যর্থতার কথা স্বীকার করে গত বৃহস্পতিবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, ‘বিদ্যমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব নয়। তাই পরীক্ষা পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে সরকার।’ প্রশ্নপত্র ফাঁসের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি।

একে// এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি